Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Stories

বাংলাদেশের  মানুষ  এমনকি চরণদ্বীপ ইউনিয়নের জনগোষ্ঠী কখনও  স্বপ্নে দেখেনি যে ,  অত্র ইউনিয়নের প্রতিটি ঘরে  বিদ্যুতের বাতি জলবে। কিন্ত এটি সত্য  হয়েছে। বাংলাদেশের  মানুষ  এমনকি চরণদ্বীপ ইউনিয়নের জনগোষ্ঠী কখনও  স্বপনে দেখেনি যে,   অত্র ইউনিয়নের প্রতিটি গ্রামের সাথে যোগাযোগ ব্যবস্থায় সড়ক পথের উন্নয়ন এমকি গ্রাম্য রাস্তা পাকা হবে। তা সত্য হয়েছে। গ্রামের মানুষ   কল্পনাও করতে পারেনি বা তাদের   ব্রেনে আসেনি যে গ্রামে বসে টাকা এক স্থান হতে ঘরে বসে যে কোন প্রান্ত হতে মুহুর্তের মধ্য টাকা আসবে । তা সত্য হয়েছে। তাছাড়া ইউণিয়ন ডিজিটাল সেন্টারে বসে  ব্যাংকিং কার্যক্রম চালানো যাবে । তা সত্য হয়েছে।  ইউণিয়ন ডিজিটাল সেন্টারে বসে  অনলেইনে চাকরির আবেদন ,পরিক্ষার রেজাল্ট দেখা ,চিঠি পত্র ই-মেইলের মাধ্যমে অন্যত্র  পাঠানো য়ায়। বিদেশের কোন লোকের সাথে  একই সাথে তাকে দেখা ও কথা বলা যায়। তাছাড়া পাসপোর্টের আবেদন, সরকারী যে কোন ফি  ই-চালানের মাধ্যমে জমা দেওয়া য়ায় ডিজিটাল সেন্টারে বসে । এগুলো এক সময়ে গল্প ছিল। কিন্ত বর্তমান প্রধান মন্ত্রী, গরিবের বন্ধু, শেখ হাসিনার সময়ে  সত্যি হয়েছে।