দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম। আরও ৮০০ গরীব অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানান চেয়ারম্যান শামসুল আলম। তিনি জানান, দেশের এ দুর্যোগময় মুহূর্তে গরীব অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছি। প্রাথমিকভাবে ১২০০ পরিবারের মাঝে খাদ্য প্রদান করা হলেও এ সহযোগিতা অব্যাহত থাকবে। এবং খাবারের অভাবে মধ্যবিত্ত পরিবারের লোকজন যারা লোক লজ্জায় কিছু বলতে পারছে না,তারা আমাকে ফোন করলে গোপনে তাদের বাড়িতেও খাবার পৌঁছে দেয়া হচ্ছে। গরিব-অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াতে এগিয়ে আসার জন্য তিনি বিত্তশালীদের প্রতি আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান শামসুল আলম।