প্রধান শিক্ষক লাঞ্চিত, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ।
Details
প্রধান শিক্ষক লাঞ্চিত, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ।
বোয়ালখালী উপজেলাধীন চরণদ্বীপ ইউনিয়নের ঘাটিয়াল পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচলনা কমিটি গঠন নিয়ে স্থানীয় শফি মেম্বারের হাতে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাঞ্চিত হওয়ার ঘটনা ঘটেছে। লাঞ্চিত প্রধান শিক্ষক অভিযোগে বলেন, আমি নিয়মানুযায়ী আগের কমিটি বিলুপ্ত হওয়ায় নতুন কমিটি গঠনের জন্য প্রস্তুতি গ্রহণ করি। ১৪-০৩-২০১৮ ইংরেজী তারিখে অভিযুক্ত জনাব শফি মেম্বার বিদ্যালয়ে এসে তাঁকে অবগত করে কমিটি গঠণের প্রস্তুতি কে করা হয়নি মর্মে আমার কাছে জবাবদিহিতা চান। একপর্যায়ে তিনি আমার সাথে অশালীন অচরণ করেন, যা আমি কখনো একজন সাবেক মেম্বারের নিকট আশা করিনি। তাই আমি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করি।