Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Terrorist Attack
Details

বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের 9নং ওয়ার্ডস্থ ঘাটিয়ালপাড়া নদী ভাঙ্গন এলাকায় কৃষি নির্ভর জনগোষ্ঠীর কৃষি ফসল রোপন করা আবাদী জমিতে কৃষকদের অবগত না করে রাতের আঁধারে সন্ত্রাসী সিন্ডিকেট গোষ্ঠী বালি ফেলে কৃষকদের কৃষি জমির ফসল ও জমি ধংস করে দেয়। এবিষয়ে স্থানীয়ভাবে কৃষকগণ ঠিকাদার প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে ক্ষতি পূরণ চাইলে তাদের বিভিন্নভাবে হয়রানি ও হুমকি ধমকী প্রদান করা হয়। তাই স্থানীয় কৃষকগণ ৭নং চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মুহাম্মদ শামসুল আলমকে বিষয়টি অবহিত করলে তিনি সরোজমিন পরিদর্শণে যান। তিনি উপস্থিত হয়ে অবগত গন যে, কৃষকদের উপর সন্ত্রসী আগ্রাসন চালানো হয়েছে। ফলে কৃষি নির্ভর পরিবারগুলো অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছেন। এসময় তারা তাদের কৃষি জমি জবর দখল মুক্ত করন ও ক্ষতিগ্রস্থ ফসলের মূল্য আদায়ে চেয়ারম্যান সাহেবের মাধ্যমে উপজেলা প্রশাসন ও উদ্র্বতন কর্তৃপক্ষকের হস্থক্ষেপ কামনা করেন।

Images
Attachments
Publish Date
02/02/2020
Archieve Date
16/02/2020