Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
o
Details

আগামীকাল থেকে পরবর্তী সাতদিন সবচেয়ে বেশি সচেতন থাকতে হবে। আগামী সাত দিন কোন ভাবেই বাড়ি থেকে বের হবেন না। প্রয়োজনে খাদ্যদ্রব্যের জন্যও না, যদি না এটা খুব বেশি বেশি বেশি প্রয়োজন হয়।

আগামীকাল থেকে সবচেয়ে বাজে সময়টা শুরু হচ্ছে। করোনা ভাইরাস এর (২-১৪দিন) শেষের দিকে। এর মধ্যে যাঁরা যাঁরা সংক্রমিত হওয়ার তাঁরা সংক্রমিত হয়ে গেছেন, হচ্ছেন। এখন আপনি বাইরে বেরোলে অনেক সংক্রমিতদের মুখোমুখি হতে পারেন। সুতরাং ঘরে থাকাটা খুবই জরুরী। সচেতন থাকাটা খুবই জরুরী কেননা আগামীকাল থেকে সময়টা খুবই সংকটময়।

৭ই এপ্রিল পর্যন্ত আমরা নিজেরা নিজেদের খেয়াল রাখব। এই ভাইরাসের তাণ্ডব দু সপ্তাহ অবধি থাকে। এরপর এটা কিছুটা শান্ত হয় এবং শক্তি হারাতে থাকে।
ইতালিতে হয়েছিল কি তারা এই রোগ সংক্রমনের দুই সপ্তাহকে কোনভাবে পাত্তা দেয় নাই। যার ফলে আজকের দিনে তাদের ওখানে মৃত্যুর মিছিল লেগে গেছে। সুতরাং ৭ই এপ্রিল পর্যন্ত কোথাও বের না হই, এমনকি পরিবারের কোন সদস্যের সাথেও দেখা না করি। এতেই সবার মঙ্গল।

#নিজে সচেতন থাকুন এবং এই মেসেজ পৌঁছানোর মাধ্যমে অন্যকে সচেতন থাকতে সাহায্য করুন।

#পরিবার, আত্নীয় স্বজন, প্রতিবেশী ও দেশকে রক্ষা করতে সাহায্য করি।

 

Images
Attachments
Publish Date
31/03/2020
Archieve Date
09/04/2020