মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ কে বা ভুলতে পারে? একে একে পেরিয়ে গেল 42টি বছর। টিক সেই শোকের দিন! যে দিনে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানকে। 1975 সালের 15 আগস্ট স্ব-পরিবারে হত্যা করা হয়। আর এই দিন যতই কাছে আসে শিউরে উঠে সকল দেশপ্রেমী ও গাজী মুক্তিযোদ্ধাদের।
ঠিক এমন একটা দিন 15 আগস্ট 2017 ইংরেজী। মুক্তিযোদ্ধারা ছুটে আসে 7নং চরণদ্বীপ ইউনিয়ন পরিষদ কেন্দ্রিয় স্মৃতিসৌধে। একি আর্তনাদ তাদের! অবশেষে তাদের শ্রদ্ধার্তে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেন বোয়ালখালী মুক্তিযোদ্ধারা ও তাদের সাথে ছিলেন 7নং চরণদ্বীপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মুহাম্মদ শামসুল আলম।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS