২। দেশের স্বাধীনতা রক্ষায় প্রতিরক্ষা বাহিনীকে সহায়তা করা।
৩। প্রাকৃতিক দুর্যোগের সময় সাধারণ মানুষকে সহায়তা করা।
৪। সরকারী নির্দেশে জাতীয় উন্নয়ন ও আর্থ সামাজিক কাজে সহায়তা করা।
৫। দেশের সিভিল প্রশাসনকে সহায়তা করা।
৬। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীকে সহযোগিতা করা। যেমনঃ- জাতীয় ও স্থানীয়নির্বাচন, দূর্গাপুজায় যোগ্যতা সম্পন্ন আনসার ও ভি.ডি.পি বাছাই ও নিয়োগপ্রদান।
৭। আত্বসামাজিক উন্নয়নে প্লাটুনভূক্ত সদস্য/সদস্যাদের যোগ্যতাঅনুসারে বিভিন্ন পেশা ভিত্তিক প্রশিক্ষণ প্রদানের জন্য বিভাগীয় প্রশিক্ষণকোর্সে প্রশিক্ষণার্থী প্রেরণ করা।
৮। সেলাই,এয়ারকন্ডিশনার, ফ্রিজ, ইলেকট্রিশিয়ান, বেসিক কম্পিউটার, মটর ড্রাইভিং, মোবাইল ফোন সেট মেরামত, ওয়েলডিং সোয়েটার নিটিং, হাঁস- মুরগী পালন ও মৎস্য চাষসহ বিভিন্ন পেশাভিত্তিক প্রশিক্ষণের জন্য যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণার্থী বাছাই ওপ্রশিক্ষণের জন্য বিভাগীয় বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে কোঠা মোতাবেক প্রেরণনিশ্চিত করণ।
৯। উপজেলা প্রশাসনকে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজে সহযোগিতা করা।
১২টি গ্রামে ১২টি প্লাটুন ৩২ জন সদস্য নিয়ে এক একটি প্লাটুন গঠন করা হয়
১। প্লাটুন সংখ্যা
পুরুষঃ১২
মহিলাঃ১২
সদস্য/সদস্যাঃ ৭৬৮ জন
২। পেশা ভিত্তি প্রশিক্ষণ প্রাপ্ত সদস্য/সদস্যা সংখ্যাঃ৮৭ জন
আনসারঃ৬০ জন
ভিডিপিঃ ৩৫ জন
আনসার কমান্ডারঃ ০১ জন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস