শিরোনাম
10 টাকা চাউল উপকারভোগী অনলাইন রেজিষ্ট্রেশন
বিস্তারিত
এতদ্বারা অত্র ইউনিয়নের সকল খাদ্য বন্ধব কর্মসূচীর আওতায় 10 টাকা মূল্য চাউল প্রাপ্ত উপকারবোগীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, খাদ্য অদিদপ্তর কর্তৃত সকল উপকারভোগীদের অন লাইন ডাটাবেইজ তৈরী ঘোষনা প্রদান করা হয়েছে। তাই সকল উপকারভোগীকে সশরীরে উপস্থিত ইউনিয়ন ডিজিটাল সেন্টার হতে অন লাইন নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা বিশেষ অনুরোধ করা হলো।
অনুরোধক্রমে-
মুহাম্মদ শামসুল আলম
চেয়ারম্যান- 7নং চরণদ্বীপ ইউনিয়ন পরিষদ
বোয়ালখালী, চট্টগ্রাম।