দীর্ঘ 200 বছরের ইতিহাসের এক নতুন করে ইতিহাস রচনা করেছে বন্যা। যা সম্পূর্ণই অকল্পনীয়। পাল্টে দিয়েছে চরণদ্বীপ গ্রামের ছবি। গত বন্যায় কবলিত তথা বন্যার কবলে পড়ে সম্পূর্ণ চরণদ্বীপ ও তার রাস্তাঘাট। বিশাল ভাঙ্গন ও ফাটল ধরেছে বিভিন্ন রাস্তাঘাট। যা চরণদ্বীপের ইতিহাসে এক নতুন ও বৃহত ইতিহাস।
বন্যায় কবলিত মানুষের পাশে সর্বক্ষণ ছিলেন নৌকা প্রতিনিধি জনাব শামসুল আলম চেয়ারম্যান।
তারই পরিপ্রেক্ষিতে পুরো চরণদ্বীপ পরিদর্শনে আসেন চট্টগ্রাম 8 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মঈন উদ্দীন খান বাদল এমপি..
সত্যিই তিনি অবাক হলেন চরণদ্বীপের এ পরিণতি দেখে। তিনি চরণদ্বীপের বিভিন্ন রাস্তাঘাট পরিদর্শন করেন এবং গ্রামবাসীকে রাস্তাঘাট শীঘ্রই মেরামতের আশ্বাস দেন। পরে স্কুল ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী ও হতদরিদ্রদের মাঝে চেয়ারম্যানের পরিচালনায় চাঊল বিতরণ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস